প্রতিযোগিতায় কাটিয়েছি সময়,মরু প্রান্তর হয়েছে অসহায়,ধূসরতা কাটাবার স্বপ্নগুলিহয়ে গিয়েছে শুকনো রংতুলি। ভাবনার বেড়াজালে অস্থিরতাবাড়িয়েছে হৃদয়ের…
তামাটে বিপর্যয়
সময়টা ২০২০ সাল
বিশাক্ত বীজে ভরা
একটি লাল কলি।
মনুষ্য হাতে লালিত হয়ে
পৃথিবীর মাটি জুড়ে
বোপিত করোনা পল্লি।
ভয়াল গ্রাসে বিভীষিকা
মৃত্যুর মিছিল আর
লাশের দীর্ঘ সারি।
কর্মের দার খোলা নেই
পিষ্ট অর্থনীতির সাথে
মানুষের ফেরা বাড়ি।
উপরওয়ালারা হেসে খেলে
কিছু মৃত্যুকে বর দিয়ে
টিকে গেছে এইবার।
তামাটে মানুষেরা কর্মহীন
সংসারের কড়াল থাবায়
খাদ্য নামের হাহাকার।
আতংক ভয়ে মানুষ যখন
চিন্তিত দিশেহারা মন
নির্দেশনার খোঁজে।
কিছু সমাজ সুজোগ বুঝে
গুজবে তাল মিলিয়ে
মজুরের রক্ত চোষে।
This Post Has 0 Comments