Skip to content

চিরন্তন পরিসর

জীবন এক অদ্ভুত মায়া,
ব্যাস্ততা আর গ্লানির ছোয়া,
মানুষগুলো সত্যিকারে,
জীবন যুদ্ধে দিশেহারা।

স্বপ্নগুলো ধোয়াশাতে,
অন্ধকারের বন্ধ রাতে,
আপনাকে বন্দি করে,
অমানিশায় দিচ্ছে তাড়া।

আপনজনের ঝাপসা ছবি,
নিরাকারে হারায় সবি,
সম্পর্কের ব্যবচ্ছেদে,
মন পাজরে দিচ্ছে সাড়া।

ব্যার্থতার ঐ নীল খামে,
দেহতরী ওঠে নিলামে,
চেনা মুখের ফিরে চলা,
আত্বহননে অদৃশ্যে ফেরা।

Back To Top