Skip to content

নিস্তব্ধতার ওপারে

নিরাকারের বিচ্ছিন্ন পথ
যেখানে পথিক নেই,
একা আমার আমি
একা আমার পথচলা,

যেখানে পাখি নেই
আছে শুধু কলতান,
ধুলিকনার দর্পনে
ব্যবচ্ছেদের প্রতিচ্ছবি,

সূর্য আছে আলো নেই
নীহারিকা চারিধার,
মৃদু আবেশে আলোড়ন
প্রশ্নবোধক অস্তিত্বে,

ফিরে খোঁজা প্রেম
অতঃপর তুমি,
হারানো শৈশবের মত,
স্বজন বিমুখ করা
মাতাল সমীকরণ,

গল্পের পাতায় লেখা
ছেড়া পৃষ্টার পান্ডুলিপি,
তবুও কিছু হারানো স্মৃতি
ভাবনার অবকাশে,

আকাশ ভরা তারার মত
জাগা স্বপ্নে ফিরে আসে,
হয়ে একাকিত্ব অনুভবে
মেঘময় বিষাদগ্রস্থতা।।

-(২২শে অক্টোবর ২০১৯, রাজশাহী বিশ্ববিদ্যালয়)

Back To Top