স্কুল বলতে আমরা বিদ্যালয় কে বুঝি। যা বিদ্যা এবং আলোর সন্ধি। বিদ্যালয় বললে কেমন জানি…
আজ ভ্যালেন্টাইন
আজ বিশ্ব ভালোবাসা দিবস। বসন্তের মিষ্টি হাওয়ায় আজ সকলের প্রতি ভালোবাসা যেন উজ্জীবিত করতে চাইছে। এর মাঝে কোন একজনের জন্য ডুকরে কেঁদে উঠতে চাইছে আমার মন। সে যে বিশেষ একজন। হৃদয়ের ক্যানভাসে যার পরিচয় “তুমি”।
আজ মনে পরছেন পূরনো সেই ভালোবাসা বিজরিত দিনগুলি। বিশেষ করে ভালোবাসা দিবসের কথাগুলো। তোমার সাথে রিক্সা করে ঘুরে বেড়ানো। মনের মাঝে একটু ভয় আর ভালোবাসা মিলে তৈরি হয়েছিল অন্য রকম এক অনুভূতি। চোঁখ বুজিলে ভেসে আসে তোমার দেয়া রজনীগন্ধা ফূলের সুবাস। তোমার শরীরের গন্ধের সাথে মিশে সেই রজনীগন্ধার সুবাস যেন প্রত্যেকটা কলিকে সাজিয়েছিল রজনীগন্ধার রানী হিসেবে। তোমার দেয়া সেই ডায়েরি আজও অগোছালো আমার টেবিলে শোভা পাচ্ছে তোমার অপেক্ষায়। যেন অগোছালো টেবিল তোমার হাতের ছোঁয়ায় সজ্জিত হতে চাইছে।
কত রাত কেটে গেছে তোমার অপেক্ষায়। আজ ভালোবাসা দিবসে তুমি পাশে নেই। তোমার অপেক্ষা যেন আজ অসীম ছুঁতে চাইছে। তুমি কবে ফিরবে আমার জীবনে? নাকি ফিরবেনা। আমি আজও আছি তোমার অপেক্ষায়।
আজ মন ভালো নেই। একা একা শুধু অযথাই বিছানার উপর ভার দিয়ে যাচ্ছি। চোঁখ বন্ধ করতে পারছি না। চোঁখ বন্ধ করলেই ভেসে আসে তোমার ঐ গোলাপী ঠোঁট। তোমার মায়াবী আঁখি যেন আমায় ডাকছে বারংবার। কে বুঝবে আমার এই নিশ্চুপ আর্তনাদ। তোমার মত আর তো কেউ নেই। সত্যি বলতে আজ তোমাকে খুব মনে পড়ছে।
This Post Has 0 Comments