স্কুল বলতে আমরা বিদ্যালয় কে বুঝি। যা বিদ্যা এবং আলোর সন্ধি। বিদ্যালয় বললে কেমন জানি…
আনাড়ি হৃদয়
যদি এমন হয় যে আপনি কাউকে ভালোবাসেন। মিথ্যে নয় সত্যিকারের ভালোবাসা। তাহলে কি করবেন? তাকে পেতে চাইবেন নিশ্চই। কিন্তু যদি না পান তবে কি করবেন? আশা ছেড়ে দেবেন? অবশ্যই না। তবে আমি কেন?
জীবনের শুরুতে পথ চলতে মা কে যেমন পাশে পাইনি তেমনি হাটার জন্য পাইনি বাবার আঙ্গুলও। একজনকে পেয়েছিলাম। যার হাত ধরে দূর দিগন্ত পাড়ি দেবো। চাঁদনী রাতে যার কোলে মাথা রেখে আকাশের তারা গুনবো। সে আমার মাথায় আঙ্গুলি করে দেবে। এমন সব ভাবনা ছিল। কিন্তু এই ভাবনা ছিল না যে আমার অদৃষ্টে ভালোবাসার কোন জায়গা নেই। ভালোবাসা আমার কাছে যেন একটা “সবুজ ফুল”। যেন হঠাৎ এক বিকেলের “সবুজ আকাশ”। আর কতকাল অপেক্ষা করতে হবে ভালোবাসার বীজ অঙ্কুরিত হতে?
This Post Has 0 Comments