মানুষের মস্তিষ্ক
“মানুষিক চাপের মধ্যে মানুষের মস্তিষ্ক স্বাভাবিক ক্রিয়া পরিচালনা করতে পারে না, কোনভাবেই না।”
নিরাকারের বিচ্ছিন্ন পথ যেখানে পথিক নেই, একা আমার আমি একা আমার পথচলা, যেখানে পাখি নেই আছে শুধু কলতান, ধুলিকনার দর্পনে ব্যবচ্ছেদের প্রতিচ্ছবি, সূর্য আছে আলো নেই নীহারিকা চারিধার, মৃদু আবেশে আলোড়ন প্রশ্নবোধক অস্তিত্বে, ফিরে খোঁজা প্রেম অতঃপর তুমি, হারানো শৈশবের…