প্রতিযোগিতায় কাটিয়েছি সময়,মরু প্রান্তর হয়েছে অসহায়,ধূসরতা কাটাবার স্বপ্নগুলিহয়ে গিয়েছে শুকনো রংতুলি। ভাবনার বেড়াজালে অস্থিরতাবাড়িয়েছে হৃদয়ের…
বর্ষা
বৃষ্টির ফোটায় অশ্রু ঝড়ে
নীল আকাশ কাঁদে বারেবারে,
রোদ পালানোর ধুম পড়েছে
পাতাগুলো সব ক্লান্ত গাছে।
জ্বলের উপড়ে হলদে চাদর
কাদা রাস্তায় পিছলে আচড়,
মন্থর কাজে উপায় ভিন্ন
কমে গেছে নরে পদচিহ্ন।
অলস বোকায় ঘুমের দেশে
বুদ্ধিরা বই কলমে হাসে,
ভবঘুরেদের কষ্ট বেজায়
বর্ষা ঋতু এমনি সাজায়।
This Post Has 0 Comments