স্কুল বলতে আমরা বিদ্যালয় কে বুঝি। যা বিদ্যা এবং আলোর সন্ধি। বিদ্যালয় বললে কেমন জানি…
ধুসর আলো
সময়ের অবসর থেকে চুরি করা কিছু সময়। ঘটন অঘটন কত কিছুই না ঘটে। চেনা মুখগুলো ঝাপসা হয়ে আসে।
আজ অবেলার অবসরে, বিস্তৃতির বোঝা যেন মেরুদন্ড ভেঙ্গে দিতে চাইছে। কিছু এলোমেলো স্বপ্ন মিছেমিছি কড়া নাড়ে। আবার হঠাৎ জানালার ফাঁকে উঁকি মারে। এরই মাঝে আবার কেউ আলো নিয়ে অপেক্ষা করে পথ দেখাবে বলে। কিন্তু সে জানেনা যে কণ্টকময় পথ আলোকিত করে পথচারী পাওয়া যায় না।
কারো অস্থিরতার আকাশে আমার ঘুড়িটা নিতান্তই অযাচিত।
মানুষ নামের প্রাণীগুলোর ঢল নেমেছে রাজপথে। খুঁজে চলেছে নিজের এক চিলতে আনন্দ। তবে সে পথে আমার জায়গা হয়নি। কারন আমার প্রাপ্তির সম্ভাবনাগুলো গুঁড়িয়েছি আমি নিজেই। লোকালয় থেকে অনেক দূরে। খুঁজে ফিরি নিজেকে। নিজের হারানো প্রাপ্তিগুলোকে। হয়তো হারানো কিছু সুর হয়ে যেতে পারে অনাকাঙ্খিত প্রাপ্তি।
“চাওয়া গুলোর বিলাসিত আকাশ ভ্রমন, ইচ্ছেগুলোর গলা টিপে ধরছে বারংবার।” তবুও কেন একটা সাদা ছায়ার পিছনে এতদূর পথ চলা?
This Post Has 0 Comments