স্কুল বলতে আমরা বিদ্যালয় কে বুঝি। যা বিদ্যা এবং আলোর সন্ধি। বিদ্যালয় বললে কেমন জানি…
ছায়াগল্প
আমি চাই না তোমার সে ভালোবাসা। যে ভালোবাসা আমাকে ভালো থাকতে দেয় নি। আমি ঠিক জানিনা ভালোবাসার সংজ্ঞা কী। শুধু জানি ভালো চাওয়াই ভালোবাসা, ভালো রাখাই ভালোবাসা।
আমি শুধু চাই জীবনের গল্পগুলো আনন্দ হয়ে পিছু ডাকুক। ছায়া হয়ে নয়।
যদি তোমার জন্য গল্পগুলো আমার ছায়া হয়ে পিছু ডাকে, অভিনন্দন জানায় অন্ধকারে, জ্বালায় না আলো, অধরে ফোটায়না হাসি তবে উত্তর শুধু তোমারি কাছে।
চোখের কোনে যখন নোনা জল জমে সেখানেই শুকিয়ে যায়, তখন তোমরা বল আমি পাথর হয়ে গেছি। কিন্তু তোমরা কখনোই দেখো না সেই নোনা জলের ঝর্নাধারা। যার বহমান স্রোতে হৃদয় অরণ্যে বইছে সাগর।
আজ আমি ভালোবাসার ছায়াসুনিবিড় গ্রাম থেকে বাস্তবতার শহরে পাড়ি জমিয়েছি। কেননা তোমার ভালোবাসাই আমাকে শিখিয়েছে বাস্তবতা। আমি এখন কোন কল্পকথা, মায়া, ভালোবাসা, সহানুভূতি, দয়া বিশ্বাস করি না। আমি এখন প্রয়োজনে বিশ্বাসী। সত্যিকার অর্থে পুরোটাই একটা ব্যবসা। যেখানে মানুষের প্রত্যেকটা অনুভূতি বা কর্ম হচ্ছে বিনিয়োগ।
This Post Has 0 Comments