স্কুল বলতে আমরা বিদ্যালয় কে বুঝি। যা বিদ্যা এবং আলোর সন্ধি। বিদ্যালয় বললে কেমন জানি…
কবির পানে
শুনছো কি পল্লীকবি,
পদ্মা পাড়ি দিয়ে গিয়েছিলাম জানতে, কোন হাওয়ায় তুমি করেছো অলংকারিত নিহিত বাংলার রুপ। পল্লী বাংলা কখনোই রূপবতী ছিলো না তোমার অগ্রে। এই বাংলার পল্লীতে তুমি এসেছো বলেই আজ আমরা রূপসী বাংলার স্বাদে তৃপ্ত হতে পারি।
তুমি বাংলাকে দিয়েছো রূপ, দিয়েছো লাবণ্য, মায়া আর অনুভবের বিশাল এক দ্বার। অনেকেই হয়তো সেই দ্বার ভেদ করতে পারে নাই। বঞ্চিত হয়েছে বাংলার রূপের অনুভব থেকে।
আমি মুগ্ধ তোমার রচনায়। তুমি শুকনো খড়ের গাদা থেকে বের করেছো মধুময় অমৃত।
সত্যি তুমি অসাধারণ।
This Post Has 0 Comments