স্কুল বলতে আমরা বিদ্যালয় কে বুঝি। যা বিদ্যা এবং আলোর সন্ধি। বিদ্যালয় বললে কেমন জানি…
হঠাৎ একদিন
হঠাৎ একদিন স্মৃতির আকাশে অনেক কথা, পথহারা ডানাহীন হয়ে পাগলের মত ঘুরতে থাকে।
এলোমেলো পথচলার সাথে এলোমেলো কিছু স্বপ্ন। হঠাৎ ভাবি এই বুঝি আমি খুব সুখী। আবার হঠাৎ কাঁদতে ইচ্ছে করে।
কষ্ট রাখার আলমারিটা ভারে নুয়ে পড়েছে। কোথায় রাখবো কষ্ট। অনেকে বলে ভালোবাসার মানুষকে একটুখানি দিতে। কিন্তু যেখানে ভালোবাসা রেখেছি সেখানে কষ্ট রেখে ভালোবাসাটাকে কলুষিত করতে চাই না।
ভালোবাসতে ইচ্ছে করে অনেক কিছুই। কিন্তু কষ্টগুলো পিছু টানে। যেখানে মানুষের জন্ম ভালোবাসায়, সেখানে ভালোবাসতে কিসের মানা।
এখানে একটা কথা বলে রাখি, কিছু ভালোবাসা অপাত্রে দুষিত হয়ে যায়। হয়তো সেখানকার কিছু দুষিত গন্ধ, সত্যিকারের ভালোবাসার সুগন্ধটাকে স্তমিত করে। কিন্তু কেন? নিজের ভিতরের অজানা মিথ্যে কালো মানুষটাকে নেপথ্যে না রাখা।
সবাই তো আর ভেতরেরটা দেখে না। তাহলে তো পৃথিবী স্বর্গ হয়ে যেত!
This Post Has 0 Comments