প্রতিযোগিতায় কাটিয়েছি সময়,মরু প্রান্তর হয়েছে অসহায়,ধূসরতা কাটাবার স্বপ্নগুলিহয়ে গিয়েছে শুকনো রংতুলি। ভাবনার বেড়াজালে অস্থিরতাবাড়িয়েছে হৃদয়ের…
স্বর্ন শিশির
পিঠে-পুলির গন্ধে মন
পাগল যেন আজীবন।
তোমার সাথে ভালবাসায়
শীতটা কাটুক সারাজীবন।
শীতের সকাল শিশির মেলা
সূর্যি যেন করছে খেলা,
শিশির ভেজা ঘাসের সাথে
আজি আমার মনটা নাচে।
মিস্টি রোদে সকাল সাজে
খেজুর রসে কন্ঠ ভেজে,
বরশি হাতে পুকুর ধারে
দেশী মাছে থলে ভরে।
নকশি কাঁথা নাড়ীর যতন
উষ্ণ বায়ু খড়ের অনল,
লুকচুরি যায়না থামা
ঘন কুয়াশায় সূর্যি মামা।
This Post Has 0 Comments