স্কুল বলতে আমরা বিদ্যালয় কে বুঝি। যা বিদ্যা এবং আলোর সন্ধি। বিদ্যালয় বললে কেমন জানি…
মন বসন্ত
আজ বসন্ত।
ঋতুর হিসেবে নয়। আমার মনের আঙ্গিনায় আজ বইছে বসন্তের উত্তাল হাওয়া।
ফুটন্ত পলাশ হয়ে এসেছ তুমি। তোমার চাহনি আজ দর্শন করেছি বহুবার। তুমি তোমার ঐ লজ্জা মাখা অবয়ব খানি কেন লুকাতে চাও আমায় থেকে বারবার। তোমার মায়াভরা ঐ চোখে আমি যে আজ হারিয়ে যেতে চাই।
তোমার ঐ কম্পনরত লাজুক ঠোঁটে আলতো করে ছুয়ে দিতে চাই আমার হাতের তালু। ছুঁতে চাই তোমার এলো কেশ।
আজ তুমি বাধা দিবে জানি। কারন তোমার বসন্তে আজ আছে কিছু ভয় আর সংশয়। তোমার উষ্ণ ছোঁয়ায় আজ আমি তপ্ত হয়ে ফুটতে চাই। চাই অবিরাম তোমার হাসিমুখের উজ্জ্বল ছবি।
তুমি কি ভাবছ হয়ত জানি না। তবে আন্দাজ করতে পারি যে তোমার ভিতর কিছু শঙ্কার জন্ম নিয়েছে। আমি তোমার শঙ্কাকে গুড়িয়ে দিতে চাই। গড়ে তুলতে চাই ভালোবাসার মিষ্টি একটা ঘর। আজো আমি জানিনা আমি তোমায় ভালোবাসি কিনা।
তুমি বলেই দিয়েছো অকপটে তোমার হৃদয়ের কথা। কিন্তু মেলাতে পেরেছো কি আমার সাথে তোমার হৃদয়?
ভালোবাসা এক দিনে হয় না। ভালোবাসা একটা স্বপ্ন। তাকে লালন করতে হয়, পালন করতে হয়। মর্যাদা দিতে হয় অনেক।
তোমার মিটিমিটি ঐ হাসির রহস্য পারিনি উদঘাটন করতে। অতীত ভুলে আশ্রয় নিয়েছি তোমার কাছে, তোমার বুকে। ছুড়ে ফেলোনা কখনও।
নিক্ষপ্তরা কখনই ভালো আশ্রয় পায় না।
তোমাকে জয় করা আমার একটা স্বপ্ন। দেখি লালন করতে পারি কি না। পাশে থেকো। পৃথিবী জয় করে এনে দেবো তোমার মুঠোয়।
আমার হাতে হাতটা রেখে দেখো পথটা আজ কত মসৃন। আমার বুকে কান পেতে শোনো হৃদয়ের আর্ত চিৎকার। হৃদয়ের স্পন্দনের প্রতিটি বিট আজ তোমার নাম জপতে শুরু করেছে।
চোখ বুজলেই দেখি নতুন পৃথিবী। যেখানে বিরাজ করে সার্বক্ষনিক বসন্ত। আর তুমি আমি সেই বসন্তের ফুলের মৌ।
আজ দিনটা কিন্তু সত্যি অসম্ভব সুন্দর একটি দিন। যার কোনো মুহূর্তই মুছে যাবার নয়। তুমি পাশে থাকলে প্রত্যেকটা দিনই হতে পারে মধুময়।
This Post Has 0 Comments