প্রতিযোগিতায় কাটিয়েছি সময়,মরু প্রান্তর হয়েছে অসহায়,ধূসরতা কাটাবার স্বপ্নগুলিহয়ে গিয়েছে শুকনো রংতুলি। ভাবনার বেড়াজালে অস্থিরতাবাড়িয়েছে হৃদয়ের…
নারী
হে নারী……
তুমি প্রশান্তি, শান্তনার বাণী।
তুমি প্রেম, রহস্যের রানী।
চাওয়া তুমি, পাওয়া তুমি,
তুমি অবাক সৃষ্টি।
তুমি শান্তি, প্রজাপতির ডানা।
তুমি বিজয়, নির্জন ঠিকানা।
বাড়ী তুমি, আড়ি তুমি,
তুমি ঝড়ো বৃষ্টি।
তুমি এলোমেলো, রক্তিম চাঞ্চল্য।
তুমি আল, সবুজ সাফল্য।
অস্থির তুমি, অবাক আমি,
প্রচেষ্টায় অবমূল্য।
তুমি অন্ধকার, নিবিড় অরণ্য।
তুমি ছায়াহীন, দ্বিধাময় ছিন্ন।
সকাল তুমি, বিকেল তুমি,
রাত্রি, ক্লান্ত সমতুল্য।
তুমি জাতি, সভ্যতার বাহিনী।
তুমি মা, জনম দুঃখিনী।
মহীয়সী তুমি, ভালোবাসা তুমি,
ধ্রুব আলর সঞ্চারিণী।
তুমি শাষক, বজ্র হাতে।
তুমি শাসিত, পথে পথে।
স্বপ্ন তুমি, দুঃস্বপ্ন তুমি,
স্বল্প আলোয় অনুরাগী।
তুমি অবুঝ, রন ক্লান্ত।
তুমি নিরব, দ্বিধায় বিভ্রান্ত।
অস্থির তুমি, অপারগ তুমি,
চেনা ঠিকানায় বিড়ম্বনা।
তুমি উজ্জ্বল, আঁখিজুড়ে জলধারা।
তুমি সৈনিক, প্রেমের মাতোয়ারা।
অবলা তুমি, বিক্ষিপ্ত তুমি,
ভিজে বরষায় আনমনা।
তুমি প্রতীক্ষা, প্রচেষ্টার ঠিকানা।
তুমি ছলনা, বিশ্বাসের কান্না।
নাটক তুমি, কীর্তন তুমি,
বাস্তবতার ঝাপসা ছবি।
তুমি অনুকূল, হাতে হাত পথসঙ্গী।
তুমি প্রতিকূল, যুদ্ধে হব জঙ্গি।
সত্য তুমি, মিথ্যা তুমি,
প্রবাদ বাক্যের কবি।
This Post Has 0 Comments