প্রতিযোগিতায় কাটিয়েছি সময়,মরু প্রান্তর হয়েছে অসহায়,ধূসরতা কাটাবার স্বপ্নগুলিহয়ে গিয়েছে শুকনো রংতুলি। ভাবনার বেড়াজালে অস্থিরতাবাড়িয়েছে হৃদয়ের…
মা
মা তোমায় মনে পড়ে
প্রতি ক্ষণে আনমনে,
কেন তুমি ক্ষোভ রাখ
আমার সাথে মনে মনে।
ভালবাসি তোমায় কত
বুঝবে আমি হারিয়ে গেলে,
তোমার কোলে মাথা রেখে
হারিয়ে যেতে মন যে দোলে।
চোখ বুজিলে তোমার কথা
ভেবে আমি দিশাহারা,
দূরে ঠেলে দিও না মা
ভালবাসি জীবন ভরা।
তোমায় ছাড়া ঘুম আসেনা
ভাবি শুধু তোমার কথা,
তোমার কথা ভোলার না মা
তুমি ছাড়া জীবন বৃথা।
না খেয়ে খাইয়েছো মা
কষ্ট করেছো জীবন জুড়ে,
বুঝতে পারিনি তোমার ব্যাথা
আঘাত দিয়েছি জীবন ভরে।
সেই ছেলেটা তোমার মা গো
তোমার কথা ভুলে যাবে,
জানবে সেদিন সেই ছেলেটার
জীবন প্রদীপ নিভে যাবে।
যত ভালোবাসি তোমায়
নাই তুলনা জগৎ জুড়ে,
তোমার কোলের মিস্টি গন্ধে
স্বর্গ সুখে হৃদয় ভরে।
জানিনা তুমি কেমন আছ
পড়লে মনে মন যে কাঁদে,
মন যেন চায় তোমার কাছে
পাখির মতন উড়ে যেতে।
This Post Has 0 Comments