প্রতিযোগিতায় কাটিয়েছি সময়,মরু প্রান্তর হয়েছে অসহায়,ধূসরতা কাটাবার স্বপ্নগুলিহয়ে গিয়েছে শুকনো রংতুলি। ভাবনার বেড়াজালে অস্থিরতাবাড়িয়েছে হৃদয়ের…
ফিলিংস
বগের হাট পেরিয়ে, প্রান ফিরে পাওয়া বদ্ধ জলাশয়ের ধারে পা দুখানি ছাড়িয়ে যখন বসেছিলাম তখন এক ধরনের ফিলিংস হচ্ছিল। মনে হচ্ছিল স্কুলে পড়ি। হঠাত ক্লাস ফাঁকি দিয়ে যেমন ছেলেরা নদীর ধারে আড্ডা দেয়। বয়সটা হঠাত কমে যাচ্ছিল। মেজাজটায় সুদীর্ঘ ব্যস্ততা থেকে মুক্তি পাবার উর্বর আমেজ।
কোন এক ভুল সিদ্ধান্তের কারনে গল্পের শেষটা ভালো হলো না।
This Post Has 0 Comments