প্রতিযোগিতায় কাটিয়েছি সময়,মরু প্রান্তর হয়েছে অসহায়,ধূসরতা কাটাবার স্বপ্নগুলিহয়ে গিয়েছে শুকনো রংতুলি। ভাবনার বেড়াজালে অস্থিরতাবাড়িয়েছে হৃদয়ের…
তোমারি কারনে
তোমার জন্য পৃথিবী আজ নীলিমার আভায় ঘেরা,
দিনের আলোয় অন্ধ চাদরে আমার ঘোরাফেরা।
চাঁদের আলোয় সাগর আজ হারায়েছে তার নীল,
সূর্যের কাছে দুঃখ গ্রহন করিতেছে অনাবিল।
সন্ধার কালো মেঘে পথহারা বিচলিত পথিক,
ঘড়ির কাঁটা গণনায় দিন পাড়ি দিয়াছে নাবিক।
আকাশের পানে তাকিয়ে তারাদের মেলা দেখে,
সেথায় যেতে ইচ্ছে করে ধরণীকে ফেলে রেখে।
তোমার দেয়া স্বপ্নগুলো আজ উড়িয়েছি দুই হাতে,
অনেক চাওয়ার পরেও থাকা হয়নি তোমার সাথে।
চির সবুজের মিলনমেলায় ছিল তোমার হাতে হাত,
সেই স্মৃতিগুলো চারন করে কেটে যায় সারা রাত।
এলোমেলো সব স্বপ্ন দেখি শুধু তোমায় ছাড়া,
আমাকে এখন ছুড়ে ফেলেছে বন্ধু ছিল যারা।
তোমারি কারনে রঙ্গিন পৃথিবী হয়েছে সাদাকালো,
আজও জানিনা অন্ধকার ভেদে কবে ফুটিবে আলো।
This Post Has 0 Comments