প্রতিযোগিতায় কাটিয়েছি সময়,মরু প্রান্তর হয়েছে অসহায়,ধূসরতা কাটাবার স্বপ্নগুলিহয়ে গিয়েছে শুকনো রংতুলি। ভাবনার বেড়াজালে অস্থিরতাবাড়িয়েছে হৃদয়ের…
জীবন চলার পথ
শত্রু- মিত্র নিয়ে বিচিত্র জীবন,
জীবন গড়তে চাই সুন্দর একটা মন।
মনের অবস্থা যদি হয় ভালো,
জীবনে দেখতে পাবে সফলতার আলো।
সফলতা জিবনের সবচেয়ে বড় পাওয়া,
এটাই হক জীবনের একমাত্র চাওয়া।
ইচ্ছা থাকলে উপায় হয়,
এই কথাটা মানতে হয়।
মিথ্যাকে বর্জন কর সত্যকে গ্রহন কর,
জীবনের উপর সততার বীজ বপন কর।
সচেতন হলে জীবন সুখময় হবে,
অচেতন হলে জীবনে দুঃখ বয়ে আসবে।
সুখ জীবনের সবচেয়ে বড় ধন,
এই ধন পেতে হলে সাধনার প্রয়োজন।
আপনি ভালো তো জগৎ ভালো,
এই কথাটা মেনে চলো।
ভালো হতা চাইলে পয়সা লাগে না,
ভালো হতে চাইলে কারো সাহায্য লাগে না।
ভালো হতে হলে নিজের ইচ্ছে শক্তিই যথেষ্ঠ,
ভালো না হলে ভবিষ্যর জিবনে পাবে অনেক কষ্ট।
জীবনের স্বার্থে সততাকে আকৃষ্ট কর,
সততাহীন জীবন যাপন পশুর মতন।
বিপদে ধৈর্য ধারন কর,
কথাটির তাৎপর্য বিশ্লেষন কর।
বীজ বপনের একমাত্র সময় ছাত্রজীবন,
সকল সততার বীজ এই সময় বপন কর।
চোখে রং লাগিয়ে বেড়াইওনা,
তাহলে জীবনে সততার বীজ বপিত হবে না।
দুষ্টুমির একমাত্র যায়গা হল ছাত্রজীবন,
দুষ্টুমি বন্ধ করতে পারলে সাইন হবে জীবন।
চেষ্টা করলে সব হয়,
এই কথাটা মানতে হয়।
ছাত্রজীবনে সকল কাজে সৎ চেষ্টা কর,
আদর স্নেহ পাবে বেশী এটাই সবচেয়ে বড়।
ভালো লোককে সকলেই মন দিয়ে ভালবাসে,
খারাপ লোককে সবাই ঘৃণার চোখে দেখে।
পড়াশুনা ছাত্রজীবনের একমাত্র বৈশিষ্ট্য,
ভালো মন থাকলে এটা কখনও হবে না ভ্রষ্ট।
যদি অটুট লক্ষ্য থাকে।
জীবন রঙ্গিন হবে।
ভালো লক্ষ্য নিয়ে জীবন যাপন করতে হবে,
নির্দিষ্ট লক্ষ্য নিয়ে পড়াশুনা করতে হবে।
লক্ষ্য যুক্ত জীবনে সফলতা আসবেই,
লক্ষ্য বিহীন জীবন বিফলে যাবেই।
লক্ষ্য থাকলে লক্ষ্যে পৌঁছাতে পারবে,
লক্ষ্যে পৌঁছাতে না পারলেও সুশিক্ষিত হবে।
চলার পথে বাধা আসবেই,
বাধা অতিক্রম করে চলতে হবেই।
বাধা বিঘ্ন যতই আসুক তা অতিক্রম করতে হবে,
বাধা বিঘ্নয় পিছিয়ে গেলে জীবন নষ্ট হবে,
নষ্ট জীবনে চলতে গেলে তুমি অমানুষ হবে।
অমানুষ সমাজে সর্বদা অপদ্রব্য রুপে বিবেচিত হবে,
অমানুষ হয়ে বেঁচে থাকতে হলে মরে যেতে হবে।
যে বেঁচে থাকা বেঁচে থাকা নয়,
সে বেঁচে থাকা কারো কামনা নয়।
ঐক্য একতা সর্বদা মেনে চলাই ভদ্রলোকের কাজ,
সততার পরিচয় দেওয়াই সৎ লোকের কাজ।
সৎ শক্তি ও সাহস নিয়ে জীবন যাপন করলে,
সেই জীবনের চলমান গতি কেউ নাহি থামাতে পারে।
সৃষ্টির সকল কিছুকে সমান চোখে দেখলে,
জগতের সবাই তোমাকে সবার চেয়ে ভালো চোখে দেখবে।
ভালো চোখে দেখলে পরে,
সব কিছুই ভালো লাগবে।
দুই দিনের দুনিয়ায় এমন কাজ কর যে,
যে কাজ স্বাভাবিক সকল কাজের চাইতে ভালো হবে।
ভালো কাজ করলে সবাই তোমায় ভালোবাসবে,
ভালো কাজের মর্যাদা দিতে সবাই তোমার কথা মানবে।
জীবনকে ভালোর মাঝ দিয়ে গড়িয়ে দিয়ে যাও,
মনকে মানুষের জন্য উৎসর্গ করে যাও।
শেষ জীবনে হবে তোমার চাওয়া,
সবার শ্রদ্ধার পাত্র হওয়া।
জীবনের শেষ প্রান্তে তুমি এমন কাজ করে যাও,
যে কাজের দ্বারা তুমি নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করতে পাও।
মৃত্যু পথযাত্রী হয়ে কারো সাথে মনমালিন্যতা করোনা,
শেষ সময়ে এসে সৃষ্টিকর্তার আরাধনা করতে ভুলোনা।
খোদার হুকুম মানলে পরে পরম সুখ হাছিল হবে,
গুরুজনের কথা মানলে পরে সকলের মন ছুঁতে পারবে।
সবার মন জয় করিতে পারিলে,
মরিয়াও তুমি অমর হইবে।
This Post Has 0 Comments