Skip to content

অনুশোচনা

একদিন কোন এক কারনে গভীর রাতে শ্মশান ঘাটের মাঝ দিয়ে যাচ্ছিলাম… হঠাৎ পেছন থেকে কেউ বলে উঠল…
দাড়াও বৎস,
ঘুরে তাকিয়ে বললাম কে,
অন্ধকারের ভেতর থেকে কেউ বলল,
“তোমারা মানুষেরা এতো অপরাধ করো, এতো অপমানিত হও, তোমাদের অনুশোচনা হয় না??”

তারপর অনেক ডাকাডাকি করেও কোন সাড়া না পেয়ে চলে আসতে বাধ্য হলাম।
তারপর ভেবে দেখলাম যে প্রত্যেকটা মানুষের খারাপ কাজের জন্য অনুশোচনা হওয়া উচিত। আর সেখান থেকে শিক্ষা নেয়া উচিত। এগুলো প্রত্যেকটা একেকটা অভিজ্ঞতা। অভিজ্ঞতা মানুষকে দেয় মানবতা আর শিক্ষা। আর তাই আজ বলতে হয়…
“পৃথিবীতে সেই সর্বোচ্চ পায়, যে অভিজ্ঞতা থেকে সেটাকে অর্জন করে।”

This Post Has 0 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top