কারো বাঁশিতে খুঁজি সুর,কারো বাঁশি বাজে সুমধুর।স্বপ্নহীন হয়ে স্বপ্ন ঘুড়ি,নাটাই থেকেও হচ্ছে বুড়ি। কল্পনা কারো…
অন্তর্দ্বন্দ্বের মেঘ
প্রতিযোগিতায় কাটিয়েছি সময়,
মরু প্রান্তর হয়েছে অসহায়,
ধূসরতা কাটাবার স্বপ্নগুলি
হয়ে গিয়েছে শুকনো রংতুলি।
ভাবনার বেড়াজালে অস্থিরতা
বাড়িয়েছে হৃদয়ের নিরবতা,
দক্ষতা আর জ্ঞানের দ্বার
বন্ধ হয়েছে বারংবার।
আপনারে মহান ভাবিয়ে,
অন্য কর্মে দায় চাপিয়া,
নিজেকে দিয়েছি সিংহাসন,
গড়েছি কঠিন পাথুরে বন।
ভাবনার আকাশ মেঘাচ্ছন্ন,
যুদ্ধ আর দন্দে ছিন্নভিন্ন,
ভুলে গিয়ে সব ঐকতান,
সফলতা একেবারেই বেমানান।
This Post Has 0 Comments