প্রতিযোগিতায় কাটিয়েছি সময়,মরু প্রান্তর হয়েছে অসহায়,ধূসরতা কাটাবার স্বপ্নগুলিহয়ে গিয়েছে শুকনো রংতুলি। ভাবনার বেড়াজালে অস্থিরতাবাড়িয়েছে হৃদয়ের…
বিকৃত সভ্যতা
পৃথিবী তোমার রক্তলীলায় প্রসবিত সভ্যতাকে ধিক্কার সহস্রবার। তুমি প্রজন্ম থেকে প্রজন্মে সৃষ্টি করেছো আজন্ম বিদ্বেষানল আর লালসার পাহাড়। মায়ের ছলছল চোখের গড়িয়ে পড়া প্রতিটি ফোটার সমস্ত দায়ভার আজ তোমার স্বাধীনতা নামের মাতাল শব্দের উপর।
লেকের ধারে দুনিয়া ভুলে যাওয়া মেয়েটার সম্ভ্রম রক্ষার্থে কখনো কোন আন্দোলন হয় না, সন্তানের জন্য বাবার তিলে তিলে ক্ষয় হয়ে যাওয়াটা ঐ সন্তানকে ভাবায় না, আধুনা সংস্কৃতি নামের পচা রেসিপিটাও সানন্দেই হজম হয়ে যাচ্ছে।
আর দর্শক হিসেবে হাততালিটা আমাদের যথেষ্ট আয়ত্বের ভিতরেই আছে!!
This Post Has 0 Comments