প্রতিযোগিতায় কাটিয়েছি সময়,মরু প্রান্তর হয়েছে অসহায়,ধূসরতা কাটাবার স্বপ্নগুলিহয়ে গিয়েছে শুকনো রংতুলি। ভাবনার বেড়াজালে অস্থিরতাবাড়িয়েছে হৃদয়ের…
পাওয়া না পাওয়ার জীবন
জীবন একটা ক্ষুদ্র পরিসর। যেখানে কোন কিছুই সম্পূর্নভাবে করা যায় না। স্কুল জীবনে একটা নির্দিষ্ট রুটিন থাকে। আমরা সেই রুটিনকে ফাঁকি দিয়ে মাঠে-ঘাটে, বনে-বাদারে খেলতে, ঘুরতে যাই। সত্যিকার অর্থে মানুষের জীবনকালটাই একটা নির্দিষ্ট রুটিনে আবদ্ধ। যখন আপনার বোধশক্তির উদয় হবে, তখন দেখবেন, আপনি সামাজিক একটা গন্ডির মধ্যে বন্দী হয়ে আছেন। এটা করতে হয়, ওটা করতে হয়, এটা করা যায় না, ওটা করা যায় না। শুরু হয় প্রতিবন্ধকতা। এটা আর কখনোই কমে না। তবুও আমরা চেষ্টা করি গন্ডির বাইরে থাকতে। কারন, এটা এমন একটা বন্দিশালা, যেখানে আপনি আপনার মনের মত করে কোন কিছুই করতে পারবেন না। কেউ না কেউ আপনাকে পিছন থেকে টেনে ধরবেই। এটাই জগতের নিয়ম। আর এ কারনেই মানুষ এক জনমে তার কোন মনবাসনাই সম্পূর্নভাবে পূরন করতে পারে না। এটাই জীবনের ছন্দ। আপনি যখন জীবনের খাতা খুলে পাওয়া না পাওয়ার হিসেব মেলাবেন, দেখবেন সেই খাতায় প্রাপ্তি বলে কিছুই নেই। আর তখন প্রাপ্তির কথা সেখানে লিখতে গেলে দেখবেন খাতার সাদা পাতাগুলো ভরে গেছে না পাওয়ার কালিতে। লেখা হবে না আপনার কোন প্রাপ্তি। আপনি পৌছে গেছেন মহাকালের দ্বারপ্রান্তে। এইতো জীবন!
This Post Has 0 Comments