প্রতিযোগিতায় কাটিয়েছি সময়,মরু প্রান্তর হয়েছে অসহায়,ধূসরতা কাটাবার স্বপ্নগুলিহয়ে গিয়েছে শুকনো রংতুলি। ভাবনার বেড়াজালে অস্থিরতাবাড়িয়েছে হৃদয়ের…
স্বাধীন বাংলাদেশ
স্বাধীনতা আমাদের জাতির গৌরব,
স্বাধীনতা আমাদের কাঙ্ক্ষিত ফলক।
এমন একটি দেশ বাংলাদেশ,
যে দেশে পনেরো কোটি লোকের বাস।
এর চেয়ে বড় গৌরব আমাদের আর নাই।
সেই চেতনা নিয়ে আমরা বেঁচে থাকতে চাই।
শস্য শ্যামলা মোদের এই মাতৃভূমি,
ত্রিশ লক্ষ প্রানের দামে যা মোরা ছিনিয়ে এনেছি।
স্বাধীনতা এত সহজ জিনিস নয়,
স্বাধীনতা পেতে হলে রক্ত দিতে হয়।
স্বাধীন বাংলাদেশ হবে একটি সমৃদ্ধ দেশ।
জুলুমবাজদের অত্যাচার একদিন হবেই শেষ।
একাত্তরের রক্তে রঞ্জিত ঐ ঘাট-মাঠ,
যেখানে আজ শুধু সবুজের সমারোহ।
চির সবুজ গাছ-গাছালি পাখির কলতান।
বিচিত্রময় ঋতুরাজ বসন্তে ককিলের গান।
চির সবুজের মাঝে রক্তে রঞ্জিত লাল পতাকা।
ত্রিশ লক্ষ প্রানের দামে এই পতাকা।
কত মায়ের আঁখিজলে ভেজা এই পতাকা।
আমাদের এনে দেয় দিপ্ত প্রানের চেতনা।
জাতীর প্রতীক লাল সবুজের সেই পতাকা।
পঁচিশে মার্চের সেই কালো রাত,
স্বাধীনতা ছিনিয়ে আনার প্রথম ডাক।
অমানুষিক অত্যাচার করেছিল পাক হানাদাররা,
পাল্টা জবাব দিয়েছিল তার বাঙ্গালী মুক্তিসেনা।
কত সুন্দর মোদের এই জন্মভূমি।
চলে গিয়েছিল কত তাজা প্রান,
হারিয়েছিল কত মায়ের সন্তান,
শুধু রক্ষা করতে মোদের প্রিয় মাতৃভূমি।
চারিদিক সবুজ পাখির কলতান,
বাংলা মায়ের দিকে বাঙ্গালী সন্তানের টান।
রাতে জোনাকির আলোর সিন্ধু,
ভোরে ঘাসের উপর শিশির বিন্দু।
গন্ধরাজ গলাপের সুবাসে ভরা প্রকৃতি,
সবই আছে এতে মোদের বাংলা মাতৃভূমি।
একাত্তরের পাওয়া সেই স্বাধীন দেশ,
লাল সবুজের পতাকায় বাধা,
স্বাধীন বাংলাদেশ,
স্বাধীন বাংলাদেশ।
This Post Has 0 Comments