প্রতিযোগিতায় কাটিয়েছি সময়,মরু প্রান্তর হয়েছে অসহায়,ধূসরতা কাটাবার স্বপ্নগুলিহয়ে গিয়েছে শুকনো রংতুলি। ভাবনার বেড়াজালে অস্থিরতাবাড়িয়েছে হৃদয়ের…
প্রত্যুষ প্রত্যাশা
রাত প্রায় শেষ।
সামনে আসছে এক আলোকোজ্জল প্রভাত।
সকল শক্তির উৎস সূর্য,
সে তার শক্তির বার্তা ছড়িয়ে দেবে দিগ-বিদিক,
ইথারে ভেসে আসছে ঝিঝি পোকার ডাক।
শীতের রাতে কুয়াশার মৃদু শাঁ শাঁ শব্দ,
প্রকৃতির চলছে নিঃসাড় এক অব্দ।
ঘন কুয়াশার মাঝে হারানো চাঁদ,
খুব কষ্টে আলো দিচ্ছে দুঃখ কষ্ট বাদ।
কোথাও কোন শব্দ মাত্র নেই,
বাঁশ বাগানে পাখির কলতানও নেই।
মাঝে মাঝে পথভোলা বাদুড় আভাস দিয়ে যাচ্ছে,
আর বেশী দেরি নেই প্রভাত ঘনিয়ে আসছে।
জানালার পাশে বসলাম,
চায়ের কাপটা হাতে নিলাম,
নির্ঘুম চোখে প্রকৃতির দিকে চেয়ে রইলাম।
হায়! বিধির খেলা
কখনও যান্ত্রিক পৃথিবী কোলাহল মুখর,
কখনও নিঃশব্দ পৃথিবী ঘুমে বিভর।
শিশির বিন্দু গাছের পাতায় জমে,
টুপটাপ করে পড়ছে গাছতলার ছোট্ট টিনের চালে।
ভোরের আভাস দিয়ে মোরগ ডাকছে,
বাঁশবাগানে শুরু হয়েছে পাখির কলতান,
মসজিদে মুয়াজ্জিন ফুকাচ্ছে আযান,
মুসল্লিরা নামাজের জন্য ওযু শুরু করেছে।
সামনে আসছে উজ্জ্বল রঙ্গিন দিন,
সূর্যিমামা ধীরে ধীরে হচ্ছে উড্ডীন।
শিশির ভেজা সবুজ ঘাসের উপর,
রক্ত রঙ্গিন সূর্য কিরন দিচ্ছে চাঞ্চল্যকর।
কৃষকেরা মাঠে নেমেছে কাজের জন্য,
ছাত্ররা চেয়ারে বসেছে পড়ার জন্য।
মুধুর সুরে পাখি ডাকতে সুরু করেছে,
আমারও স্থান ত্যাগ করার সময় হয়েছে।
ছাত্র জীবনটা এমনি একটি নিঃশব্দ রাত্রি,
ভোরের প্রতিক্ষায় কাটাতে হয় সেই রাত্রি।
যদি ঘুমিয়ে যাও এ সময়,
পাবেনা কখনো আর এই সুন্দর সকাল,
জীবন স্টেশনের ট্রেন করবে তুমি ফেল।
This Post Has 0 Comments