প্রতিযোগিতায় কাটিয়েছি সময়,মরু প্রান্তর হয়েছে অসহায়,ধূসরতা কাটাবার স্বপ্নগুলিহয়ে গিয়েছে শুকনো রংতুলি। ভাবনার বেড়াজালে অস্থিরতাবাড়িয়েছে হৃদয়ের…
বিশ্বাস
লোকে বলে আমি নাকি অবিশ্বাসী
কিন্তু বিশ্বাসঘাতকতা করিনি কখনও,
তারা বলে আমি নাকি অভিশপ্ত
কিন্তু করিনি অভিশাপ পাওয়া কাজও।
চেয়েছিলাম স্নেহ ভালোবাসা শান্তি
পেয়েছি অনাদর ঘৃণা ক্লান্তি,
চেয়েছিলাম সুন্দর সাদা পৃথিবী
পেয়েছি ধিক্কার আর নোংরা রাজনীতি।
তুমি বলেছিলে আমি নির্লজ্জ, স্বার্থপর
তোমাতেই পেয়েছি ভালোবাসা তাই তুমি পর,
ভেবেছিলাম বিশ্বাস ধরা দেবে সন্ধায়
ভোর হয়ে যায়, বিশ্বাস দেখা নাহি দেয়।
This Post Has 0 Comments