প্রতিযোগিতায় কাটিয়েছি সময়,মরু প্রান্তর হয়েছে অসহায়,ধূসরতা কাটাবার স্বপ্নগুলিহয়ে গিয়েছে শুকনো রংতুলি। ভাবনার বেড়াজালে অস্থিরতাবাড়িয়েছে হৃদয়ের…
হায়রে টেকনিক্যাল
রাত পোহালে পরীক্ষা
বইহীন এক চরম দীক্ষা।
টেকনিক্যাল জীবন পাড়ি
দিচ্ছে সবাই হর-হামেশা।
বই আছে যার খাইছে রেফার্ট
বই নাই যার হায়রে কি পার্ট।
স্যারের কাছে ধার করে বই
পরীক্ষা গুলো হচ্ছে খাসা।
তাস খেলা আর বিড়ি ছাড়া
জীবন যেন শুধুই খরা।
রাত নামিলেই কানন মাঝে
মোবাইল ফোনে ভালোবাসা।
কত শত অভিযোগে ভরা
তারই মাঝে গ্যাপে পড়া।
মাঝে মাঝে উন্নতির টান
এরই নাম টেকনিক্যাল জীবন।
This Post Has 0 Comments