প্রতিযোগিতায় কাটিয়েছি সময়,মরু প্রান্তর হয়েছে অসহায়,ধূসরতা কাটাবার স্বপ্নগুলিহয়ে গিয়েছে শুকনো রংতুলি। ভাবনার বেড়াজালে অস্থিরতাবাড়িয়েছে হৃদয়ের…
বৃষ্টি
আজ খুব বৃষ্টি হচ্ছে।
একদম মুষলধারে।
বাইশ বছরে আজ এমন বৃষ্টি দেখলাম
মন খারাপ।
জানালার ধারে বসে,
তাকিয়ে আছি বাইরে।
ভর দুপুর।
১২টা পয়ত্রিশ টিকটিক করছে।
ব্যস্ততার অবসর কেটে যাচ্ছে।
তাকিয়েই আছি।
বৃষ্টি পড়ছে।
রিমঝিম রিমঝিম।
শুধু সাদা বৃষ্টির জলের পর্দা।
আকাশ আজ ফুটো হয়নি,
ঢেলে দিয়েছে যেন বারিধারা।
জানালা থেকে ১০০ গজ দূরে,
কিছুই দেখা যাচ্ছে না।
শুধু জল আর জল।
আকাশে,বাতাশে, মাটিতে জল,
করছে খেলা কল কল কল।
সারারাত বিনিদ্র কাটানোর পর,
ভারাক্রান্ত হৃদয়,
কম্পুতে তৈরি অবসর।
প্রতীক্ষার সূদীর্ঘ প্রহর।
মা-কে মনে পরছে।
মাথায় হাত বুলাতো,
আর আমি হারিয়ে যেতাম।
পৃথিবীটা বড় আজব।
নোংরা, অশ্লিলতা আর
খুনের রাজনীতি।
আমার প্রিয় ডায়েরি।
আমার সঙ্গী,
আমার আত্মা।
একদিন সত্যিই হারিয়ে যাবো,
বদ্ধ এই পৃথিবী নামক
দাবার মঞ্চ থেকে।
এমনকি আমার প্রিয় ডায়েরি তোমাকেও ছেড়ে।
This Post Has 0 Comments