Skip to content
রঙচটা স্বপ্নজাল

রঙচটা স্বপ্নজাল

নিস্তব্ধতার বেড়াজালে আটকা পড়ে অসহায়, ঘুম ভাঙা শহর ডেকে চলে কর্ম চঞ্চলতায়। নীরবতার নির্জনতায় কেঁদে চলে সুখ পাখি, দিগন্ত ছাড়িয়ে সফলতা খুঁজেছে ব্যর্থ আঁখি। মনে পড়ে শৈশবে কত রঙে আঁকা ছিল বালুচর, আজ দেখি সেই চরে রঙ নেই উঠে গেছে…

আর কিছু হারাবার নেই

আর কিছু হারাবার নেই

ছোট্ট বেলায় হারিয়ে ফেলেছি মায়ের ভালোবাসা, ফিরে পেতে হারিয়ে গেলো বাঁচিবার যত আশা, মায়ের মত বোনটি ছিল ঠিক মায়ের অনুরুপে, শেষ বেলা তা হারিয়ে গেছে কলম বিষের তোপে। শিক্ষা জীবন শুরু করতেই হারিয়ে ফেলেছি বই, যাযাবর হয়ে ফিরেছি ঘুরে মিলে…

তোমারি কারনে

তোমারি কারনে

তোমার জন্য পৃথিবী আজ নীলিমার আভায় ঘেরা, দিনের আলোয় অন্ধ চাদরে আমার ঘোরাফেরা। চাঁদের আলোয় সাগর আজ হারায়েছে তার নীল, সূর্যের কাছে দুঃখ গ্রহন করিতেছে অনাবিল। সন্ধার কালো মেঘে পথহারা বিচলিত পথিক, ঘড়ির কাঁটা গণনায় দিন পাড়ি দিয়াছে নাবিক। আকাশের…

Back To Top