ঠিকানা
সারি বেধে বৃক্ষ তুমি বানিয়েছো নীড়, সাজিয়েছো ধরণীকে ছায়া সুনিবিড়। ঠাই চাই ভাগ চাই উঠানে তোমার, ছায়া ঢাকা মায়া ঘেরা নীল ভালবাসার। ব্যস্ত শহর আজি ছাড়িয়াছে হাল, বুনিয়াছে মস্ত মায়া ঘেরা জাল। হাকিয়াছে কর্মে ডিঙি মাঝীর পাল, ছাড়িয়াছে ঘর আর…
সারি বেধে বৃক্ষ তুমি বানিয়েছো নীড়, সাজিয়েছো ধরণীকে ছায়া সুনিবিড়। ঠাই চাই ভাগ চাই উঠানে তোমার, ছায়া ঢাকা মায়া ঘেরা নীল ভালবাসার। ব্যস্ত শহর আজি ছাড়িয়াছে হাল, বুনিয়াছে মস্ত মায়া ঘেরা জাল। হাকিয়াছে কর্মে ডিঙি মাঝীর পাল, ছাড়িয়াছে ঘর আর…