নীল অপরাজিতা
কোন অরণ্যে ফুটেছ তুমি, সবুজ চাদরে নীলের ভূমি। হলদে সাদায় সুসজ্জিত, বেদনার রঙে নির্বাসিত। নীলাভ আলোর মুক্ত কলি, হৃদয়ের ক্যানভাসে তুলি। কদম রঙে সাদা স্বপ্ন বোনা, রৌদ্র আকাশে মেঘের দানা। তুমি দৃশ্যত বেদনার রং, দুর্গা হয়ে সেজে আছ সং। আলো…
কোন অরণ্যে ফুটেছ তুমি, সবুজ চাদরে নীলের ভূমি। হলদে সাদায় সুসজ্জিত, বেদনার রঙে নির্বাসিত। নীলাভ আলোর মুক্ত কলি, হৃদয়ের ক্যানভাসে তুলি। কদম রঙে সাদা স্বপ্ন বোনা, রৌদ্র আকাশে মেঘের দানা। তুমি দৃশ্যত বেদনার রং, দুর্গা হয়ে সেজে আছ সং। আলো…
হে নারী…… তুমি প্রশান্তি, শান্তনার বাণী। তুমি প্রেম, রহস্যের রানী। চাওয়া তুমি, পাওয়া তুমি, তুমি অবাক সৃষ্টি। তুমি শান্তি, প্রজাপতির ডানা। তুমি বিজয়, নির্জন ঠিকানা। বাড়ী তুমি, আড়ি তুমি, তুমি ঝড়ো বৃষ্টি। তুমি এলোমেলো, রক্তিম চাঞ্চল্য। তুমি আল, সবুজ সাফল্য।…