হারিয়ে ফেলা ভালোবাসা
আমি একজনকে খুব ভালোবাসতাম। আমাদের মাত্র তিনবার দেখা হয়েছিল। প্রথমবার যবে দেখেছিনু, মোর বুকেতে বসেছিলে আর হাসছিলে। খুব মজা পাচ্ছিলে হয়তো। পাবারি কথা খুব ছোট কিনা। তারপর দেখা হয়েছিল ২১শে ফেব্রুয়ারীতে। দূর থেকে শুধু তাকিয়েই থেকেছি। তারপর ২২শে ফেব্রুয়ারী, দূরে…