প্রতিযোগিতায় কাটিয়েছি সময়,মরু প্রান্তর হয়েছে অসহায়,ধূসরতা কাটাবার স্বপ্নগুলিহয়ে গিয়েছে শুকনো রংতুলি। ভাবনার বেড়াজালে অস্থিরতাবাড়িয়েছে হৃদয়ের…
হৃদয়ের চিলেকোঠা
হৃদয়ের চিলেকোঠা, বাসা নাকি তোর মেঘের দেশে। ঘুরে ঘুরে মেঘের দেশে, উড়ে বেড়াস নিজের বেশে। সাথে সাথে পরীক্ষণ, মস্ত এই ভূখণ্ডে। সাদা কালো মানুষগুলি, দ্বারস্থ ঐ প্রার্থনালয়ে।
চিলেকোঠায় আছে দুইটা চশমা। একটা সাদা, একটা রঙ্গিন। কিন্তু মালিক যখন পড়তে যায়, রঙ্গিনটাই সয়ে যায়। সাদাটা অবহেলায়, ধুলোর সাথে লুকোচুরি খেলে। এক সময় সাদা চশমাটা ব্যাবহারের অযোগ্য হয়ে ওঠে।
পৃথিবীতে প্রত্যেকটা মানুষের একটা হৃদয় নামের কারাগার থাকে। যেখানে আবদ্ধ সকল প্রাণশক্তি। যেখানকার সাদা বস্তুগুলো সর্বদাই অবহেলায় চাপা পরে যায় অন্ধকারের নিচে। যে কারনে অন্ধকার আর রঙ্গিনের পর্দা ভেদ করে সাদার বহিঃপ্রকাশ অতি ক্ষণস্থায়ী ও অসমসাময়িক হয়।
This Post Has 0 Comments