প্রতিযোগিতায় কাটিয়েছি সময়,মরু প্রান্তর হয়েছে অসহায়,ধূসরতা কাটাবার স্বপ্নগুলিহয়ে গিয়েছে শুকনো রংতুলি। ভাবনার বেড়াজালে অস্থিরতাবাড়িয়েছে হৃদয়ের…
হারিয়ে পাওয়া অনুভূতি
“বন্ধু, আড্ডা, গান।
এই তিনে প্রাণ।”
কথাটা আসলে সত্যি।
আজ বেড়াতে গিয়েছিলাম যমুনার ওপারে।
ছোট্ট এক টুকরা চর। হঠাৎ চোঁখের কোনে কোথাও এক আধটা অসহায় ছোট গাছ চোঁখে পড়লেও পরতে পারে। সাদা ধু-ধু বালুচর। মাঝে মাঝে মসুরের চাদর উজ্জ্বল চাঁদের বুকে সবুজ গালিচার স্বপ্ন বুনে চলেছে।
দুধের স্বাদ ঘলে মেটাতে গিয়েছিলাম ঐ সবুজ গালিচার ছোঁয়া নিতে। সাথে কিছু বন্ধুপ্রায় মানুষ।
সবুজ গালিচা কোন বিনদন দেয় না। শুধুমাত্র প্রশান্তি ছাড়া। আমরা বন্ধুরা মিলে তৈরি করলাম আড্ডা।
গাইলাম গান।
অসম্ভব কিছু ফিলিংস।
মনে হয়,
এই ফিলিংস গুলো জদি কাঁচের বোতলে ভরে রেখে দিতে পারতাম। ছোটবেলার জোনাকি ধরার মতন করে।
জোনাকির আলোয় যেমন আমার সেই ছোট্ট মিষ্টি মুখখানি আলোকিত হতো, ঠিক তেমনি আজকের এই ফিলিংস গুলো আমার সাড়া জীবনকে আলোকিত করত।
একটা মানুষের একটাই প্রাণ।
উপভোগের একটাই সময়।
তবে কেন নয়?!!
পৃথিবীর আলোকিত অধ্যায়গুলো যদি ফিল ই করতে না পারি, তাহলে পৃথিবীতে বেঁচে থাকার কী স্বার্থকতা…?
This Post Has 0 Comments