প্রতিযোগিতায় কাটিয়েছি সময়,মরু প্রান্তর হয়েছে অসহায়,ধূসরতা কাটাবার স্বপ্নগুলিহয়ে গিয়েছে শুকনো রংতুলি। ভাবনার বেড়াজালে অস্থিরতাবাড়িয়েছে হৃদয়ের…
খুনি আভিজাত্য
গল্পের শেষটা এমন নাও হতে পারতো,
তুমি যদি কথাটা মনে রাখতে পারতে।
বিবেককে খুন করে অমানুষে নাম লেখালে,
ভেঙে দিলে একটি আভিজাত্যের মেরুদণ্ড।
মনে রেখো যে ঝড়ে বট বৃক্ষ উপড়ে যায়,
সেই ঝড়ে তৃণের টিকে থাকা কী দায়।
বিশ্বাস নামের ভাঙা কাঁচ জোড়াবে কতবার,
ফিরে এসো সুস্থ পৃথিবী ডাকছে বারংবার।।
যার জন্য এই লেখা, সে হয়তো পড়বে না। কিন্তু পৃথিবীতে এমন কেউ কি নেই যে তাকে ফিরিয়ে আনতে পারে..!!!
This Post Has 0 Comments