প্রতিযোগিতায় কাটিয়েছি সময়,মরু প্রান্তর হয়েছে অসহায়,ধূসরতা কাটাবার স্বপ্নগুলিহয়ে গিয়েছে শুকনো রংতুলি। ভাবনার বেড়াজালে অস্থিরতাবাড়িয়েছে হৃদয়ের…
এলো বসন্ত
গাছে গাছে ফুলের কলি
ফুটন্ত গোলাপের সুবাস,
পথে পথে কোমল ধুলি
আসছে বসন্তের আভাস।
ডালে ডালে শিমুল ফুল
কোকিল ডাকে মন রাঙ্গিয়ে,
মন জানেনা করি ভুল
কোকিলা সূরে মন মাতিয়ে।
নিম গাছে পাতার থোকা
আসছে দেখি নতুন সাজে,
বসন্ত ছুঁয়ে আমি বোকা
মন জেগেছে ফাগুন মাঝে।
ঘুঘুর ডাক কুহু রব
মনের ভেতর স্বপ্ন আঁকে,
আছি নিজেই হয়ে ভব
কে যেন দূরে আমায় ডাকে।
নীল আকাশ তলে রাতে
স্বপ্ন আঁকি নীল জোছনায়,
কেউ যেন আমার সাথে
ভালোবাসার ঢেউ খেলায়।
This Post Has 0 Comments