প্রতিযোগিতায় কাটিয়েছি সময়,মরু প্রান্তর হয়েছে অসহায়,ধূসরতা কাটাবার স্বপ্নগুলিহয়ে গিয়েছে শুকনো রংতুলি। ভাবনার বেড়াজালে অস্থিরতাবাড়িয়েছে হৃদয়ের…
একটি শিক্ষণীয় গল্প
একদিন এক ব্যক্তির মন খুব আনারস খেতে চাইলো। তার কাছে কোন টাকা ছিল না বলে সে তার মনকে আনারস খাওয়া থেকে বিরত থাকতে বলল। কিন্তু তার মন সেটা কোনভাবেই বুঝতে চাইলো না। আনারস সে খাবেই। অনেক চেষ্টা করেও সে তার মনকে কোনভাবে বোঝাতে পারলো না। তাই সে একটি আনারসের ক্ষেত খুঁজে বের করলো এবং মনের ইচ্ছেমত আনারস খেতে শুরু করলো।
ক্ষেতের মালিক বিষয়টি সম্পর্কে অবগত হওয়ার পর সেখানে উপস্থিত হল এবং ঐ ব্যক্তির কাছে আনারসের দাম চাইলে সে বলল তার কাছে কোন টাকা নেই। তারপর মালিক টাকা না থাকাতেও এভাবে না বলে আনারস খাওয়ার কারন জিজ্ঞেস করলো। উত্তরে সে বলল যে তার মন চেয়েছে বলে মনের ইচ্ছেমত সে আনারস খেয়েছে।
এই কথা শুনে ক্ষেতের মালিক বেজায় চটে গেল এবং একটি লাঠি এনে ঐ ব্যক্তিকে মারধর করতে লাগলো। তখন ঐ ব্যক্তি চুপচাপ মার খেতে খেতে তার মনকে বলতে লাগলো, “দেখ আনারস খাওয়ার কি মজা! এখন কেমন লাগে!”
…
শিক্ষণীয় বিষয়ঃ মনের কথায় ভুল পথে যাবেন না। যদি না পারেন, মনকে তার ভুলের সাজা দিন এবং উপভোগ করতে বলুন।।
This Post Has 0 Comments