প্রতিযোগিতায় কাটিয়েছি সময়,মরু প্রান্তর হয়েছে অসহায়,ধূসরতা কাটাবার স্বপ্নগুলিহয়ে গিয়েছে শুকনো রংতুলি। ভাবনার বেড়াজালে অস্থিরতাবাড়িয়েছে হৃদয়ের…
স্মৃতিময় একুশ
একুশ মানে বায়ান্নর ভাষা আন্দোলন,
একুশ মানে শত শহীদের একটি পন।
একুশ মানে বর্তমানের এই দিন,
একুশ মানে মিছিল মুখরিত একটি দিন।
একুশের এই দিন
মিছিলের সেই দিন
একুশ মানে মানে সর্বত্র শোকের ছড়াছড়ি,
একুশ মানে মানব মনে বেদনার মুর্তি।
একুশ মানে অশ্রুসিক্ত রক্তিম মনের চেতনা,
একুশ মানে বাঙ্গালী জাতির দিপ্ত প্রানের যাতনা।
একুশের চেতনা
স্বাধীনতার প্রেরনা
একুশ মানে রফিক, শফিক, জব্বারের ত্যাগী মনের জেদ,
একুশ মানে সালাম, বরকতের ভাষার প্রতি মমত্ববোধ।
একুশ মানে পুলিশের গুলির সেই শব্দ,
একুশ মানে বায়ান্নর স্মৃতিময় সেই অব্দ।
শত সাধনার ভাষা
আ-মরি বাংলা ভাষা
একুশ মানে ছাত্র জনতার ডাকে একটি বাজ,
একুশ মানে ছাত্র মিছিলের জোরালো আওয়াজ।
একুশ মানে শত শহীদের রক্তে ভেজা রাজপথ,
একুশ মানে এক চেতনাময়ী মাতৃত্ববোধ।
রক্ত স্রোতের বিনিময়ে পাওয়া
মোদের এই বাংলা ভাষা
একুশ মানে চাওয়া পাওয়ার একটি ডাক,
একুশ মানে ছিনিয়ে আনার একটি হাক।
একুশ মানে একটী নাম বিশ্ববাসীর কাছে,
একুশ মানে একটি ডাক ১৯৫২ সালে।
একুশের বেদনা
কোন বাঙ্গালী ভুলবেনা
একুশ মানে আমাদের কাঙ্ক্ষিত মাতৃভাষার ফলক,
একুশ মানেঅনেক সাধনার বাংলা ভাষার প্রতীক।
একুশ মানে শত সাধনায় প্রাপ্ত মোদের মাতৃভাষা,
একুশ মানে বিশ্ববাসীর কাছে নজর কাড়ানো একটি ভাষা।
শত শহীদের একমাত্র আশা
বাংলা হোক মাতৃভাষা
একুশ মানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস,
একুশ মানে বাঙ্গালী জাতির সফলতার গৌরব।
একুশ মানে এদেশের সফলতার জয়োল্লাস,
একুশ মানে পাকিস্তানিদের পরাজয়ের দীর্ঘশ্বাস।
একুশের অহংকার
বাঙ্গালীর অহংকার,
একুশের অহংকার
আমাদের অহংকার।
This Post Has 0 Comments