প্রতিযোগিতায় কাটিয়েছি সময়,মরু প্রান্তর হয়েছে অসহায়,ধূসরতা কাটাবার স্বপ্নগুলিহয়ে গিয়েছে শুকনো রংতুলি। ভাবনার বেড়াজালে অস্থিরতাবাড়িয়েছে হৃদয়ের…
স্বপ্নহীন
স্বপ্নগুলো হাতছানি দেয় চোখের তারায়,
ধোঁয়াশা রাস্তার ঝাপসা আলোয়,
কালো মেঘে ছেয়ে গেছে হৃদয় আমার,
ধ্বংস, নিঃশ্ব, নিস্প্রান হৃদয় মাঝার।
স্বপনের মাঝে স্বপ্ন দেখি ঠিকানা বিহীন,
স্বর্গ-মর্ত সকলি সামনে দিশাহারা এই প্রান,
মা বলেছে জন্ম বৃথা, মানিনি তার কথা,
দেখতে পেয়েছি পাপী দু চোঁখে শূন্যতার পাতা।
আকাশ দেখিলে বুঝিতে পারি স্বপ্ন ভাঙ্গার ব্যাথা,
বৃক্ষরাজি ধিক্কার দেয় মোর শূন্য জীবন বৃথা,
মানব সমাজ ছাড়েনি মোরে দিয়েছে মিথ্যে আশা,
সভ্য জাতিরা হাততালি দেয় শুনে মিথ্যে প্রেমের কথা।
সুন্দর ধরনী বিদায় দিয়াছে, মৃত্যু ডাকিছে বলে,
আমি বলেছি ছাড়িব তোমায় তারে মারিব তবে,
যে মোরে দিয়াছে কলঙ্ক বেদনা নীল আকাশ তলে,
মরন ঝান্ডা উড়াব তার বুকে প্রতিশোধ নেব তবে।
আজ হোক, কাল হোক মরতেই যখন হবে,
যত অভিশাপ অনিয়ম মিথ্যা শেষ করব তবে,
যত আছে পাপ মিথ্যাচার রুখে দারাও,
দিয়ে যাও এক অমলিন ধরণী যা হবে সবার।
যেখানে থাকবেনা ভয়, সন্ত্রাস দুর্নীতি,
কালবাজারি, অপবাদ, অনিয়ম, অন্ধকার পৃথিবী,
জাতি পাবে এক ফুলের মত মুক্ত পৃথিবী,
সবি আমার, আমি সবার, থাকবে প্রেম আর প্রীতি।
খুলে দাও মোর হাতের শিকল, জীর্ন বস্ত্রখানি,
ধুয়ে মুছে দেবো যত আছে পাপ আর যত খুনী,
দেবো তোমাদের গোলাপ সম স্নিগ্ধ পৃথিবী,
চলে যাবো আমি অমর হইয়া, সুশোভিত হোক সবি।
This Post Has 0 Comments