প্রতিযোগিতায় কাটিয়েছি সময়,মরু প্রান্তর হয়েছে অসহায়,ধূসরতা কাটাবার স্বপ্নগুলিহয়ে গিয়েছে শুকনো রংতুলি। ভাবনার বেড়াজালে অস্থিরতাবাড়িয়েছে হৃদয়ের…
যুদ্ধ নয় শান্তি চাই
প্রতিহিংসায় রক্ত ঝরে,
ফিলিস্তিনের প্রান্তরে,
কোথায় সব বিশ্বনেতা,
মানবতারা ডুকরে মরে।
যুদ্ধ নয় শান্তি চাই,
চলো সবাই মানুষ বাচাই,
পরাধীনতায় মানুষ মরে,
স্বাধীনতা চাই, স্বাধীনতা চাই।
This Post Has 0 Comments