প্রতিযোগিতায় কাটিয়েছি সময়,মরু প্রান্তর হয়েছে অসহায়,ধূসরতা কাটাবার স্বপ্নগুলিহয়ে গিয়েছে শুকনো রংতুলি। ভাবনার বেড়াজালে অস্থিরতাবাড়িয়েছে হৃদয়ের…
ভালোবাসা যেন কালো আশা
আমি ছিলাম অচেনা,
হঠাৎ লাগে চেনা চেনা,
তুমিও ছিলে অচেনা,
হঠাৎ হল জানা শোনা।
আমার আগে তুমি এলে,
হৃদয়ে বাসা বাধবে বলে,
আপনি থেকে তুমি বলে,
আমায় নিলে কাছে টেনে।
আমি যাইনি তোমার পাশে,
তুমি এসেছো ভালোবেসে,
তোমাতে পেয়েছি ভালোবাসা,
তুমি করেছো নিরাশা।
বলেছিলে আসবে, এলেনা,
আমি দুঃখে কাদলাম না,
হৃদয়টা ফুটো হয়ে গেলো,
সমুদ্র হল রক্তলাল।
তুমি কি আমায় ভালবেসেছিলে,
নাকি ছেলে বন্ধু দরকার তাই,
আমি যে বাসা বেধেছি তোমাতে,
বাঁচবোনা জানি, ভালোবাসা ছাড়ি নাই।
শুকনো পাতার মত ভাসছি জলে,
কুলে কুলে ভাসি দেখা নাহি মেলে,
হৃদয়টা ভেঙ্গে চৌচির হয়ে যাচ্ছে,
বাঁচবোনা, এমনে মানুষ বাঁচে না।
ভালোবাসা যেন কাল আশা,
মরীচিকা ভরা পথ,
ভালোবেসে যেন দিশাহারা,
খুঁজি তাহা দিন রাত।
আমি মারা যাচ্ছি, মরবোই,
তবুও তোমাকে ভালোবাসি,
আমার শেষ রক্তবিন্দু বলছে,
ভালোবাসি, শুধু তোমাকেই ভালোবাসি।
This Post Has 0 Comments