প্রতিযোগিতায় কাটিয়েছি সময়,মরু প্রান্তর হয়েছে অসহায়,ধূসরতা কাটাবার স্বপ্নগুলিহয়ে গিয়েছে শুকনো রংতুলি। ভাবনার বেড়াজালে অস্থিরতাবাড়িয়েছে হৃদয়ের…
কল্পনার ঘুড়ি
কারো বাঁশিতে খুঁজি সুর,
কারো বাঁশি বাজে সুমধুর।
স্বপ্নহীন হয়ে স্বপ্ন ঘুড়ি,
নাটাই থেকেও হচ্ছে বুড়ি।
কল্পনা কারো বিস্ফোরিত,
কেউবা কল্পে অতিমার্জিত।
ভাসিয়ে প্রেমের ভেলা,
ভেঙেছে পুতুল খেলা।
অসময়ে গজালো কলি,
বকুলের নাম দিলাম বেলি।
মহাশুন্যে সাঁতার কাটি,
অন্মেশনে না পাই মাটি।।
This Post Has 0 Comments