প্রতিযোগিতায় কাটিয়েছি সময়,মরু প্রান্তর হয়েছে অসহায়,ধূসরতা কাটাবার স্বপ্নগুলিহয়ে গিয়েছে শুকনো রংতুলি। ভাবনার বেড়াজালে অস্থিরতাবাড়িয়েছে হৃদয়ের…
আর কিছু হারাবার নেই
ছোট্ট বেলায় হারিয়ে ফেলেছি মায়ের ভালোবাসা,
ফিরে পেতে হারিয়ে গেলো বাঁচিবার যত আশা,
মায়ের মত বোনটি ছিল ঠিক মায়ের অনুরুপে,
শেষ বেলা তা হারিয়ে গেছে কলম বিষের তোপে।
শিক্ষা জীবন শুরু করতেই হারিয়ে ফেলেছি বই,
যাযাবর হয়ে ফিরেছি ঘুরে মিলে বন্ধুরা হইচই,
মাদ্রাসার ঐ শিক্ষা নিতে গুরুর কাছে গেলাম,
সেখান থেকে জুতা হারিয়ে মাদ্রাসা ছুটি দিলাম।
বাবার স্কুলে পড়তে গিয়ে পেলাম কত আশা,
সেই আশাও হারিয়ে গেলো কারন ভালোবাসা,
সব হারিয়ে তোমায় পেয়ে ভেবেছি হারাবোনা,
তুমিও শেষে চলে গেলে তবু আমার থাকলে না।
ব্যাগ বই সব হারালাম মানিব্যাগটাও ছাড় পেলোনা,
নিজের অন্যের মোবাইল গেলো আইডিও থাকলোনা,
শেষ বেলায় গিয়ে গায়ের চাদর সেটাও দেখি নাই,
মায়ের ভাষাও হারিয়ে ফেলেছি অন্য ভাষায় ঠাই,
স্বপ্নগুলো আজ হারিয়ে গেছে দূর অন্ধকারে,
চোখ বুজিলে অভিশাপের বীণা করুন সুরে বাজে,
নিত্য নতুন প্রাপ্তিগুলো হারাই পাওয়ার আগে,
বিধ্বস্ত মনে তাই পাওয়ার কোন আশা নাহি জাগে।
This Post Has 0 Comments